তামিম ইকবাল’র কীর্তি ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০ প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬ হাজার রান পূর্ণ করেছেন তামিম ইকবাল। বুধবার ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন’ এ ৩১ রানের ইনিংস খেলার পথে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ফরচুন বরিশালের অধিনায়ক। ৫ হাজার ৯৭৩ রান নিয়ে মিরপুরে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচে নেমেছিলেন তামিম। ব্যাটিংয়ের শুরু থেকে ভুগতে থাকলেও পরবর্তীতে আগ্রাসন দেখান বাঁহাতি ওপেনার। স্পিনার রবিউল ইসলাম রবির বলে সীমানায় মুক্তার আলীর হাতে ক্যাচ দেওয়ার আগে ৩ চার ও ১ ছক্কা হাঁকান তামিম। শতরান স্ট্রাইক রেটে সাজান নিজের ইনিংসটি। সব মিলিয়ে প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টিতে তামিমের রান ৬ হাজার চার। মোট রানের হিসেবে তামিমের পরই আছেন সাকিব আল হাসান। কিছুদিন আগে পাঁচ হাজার রানের মাইলফলক ছোঁয়া সাকিবের সংগ্রহ ৫ হাজার ১১। মুশফিকুর রহিমের রান ৪ হাজার ৭৯। মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে এসেছে ৩ হাজার ৯৪৩ রান। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ৭৫ শেয়ার করুন খেলাধুলা শেয়ার করুন তামিম ইকবালবঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ