দু’দিনের সফরে এখন ঢাকায় শ্রিংলা

দু’দিনের সফরে এখন ঢাকায় শ্রিংলা

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০

দুইদিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। একটি বিশেষ বিমানে মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছান শ্রিংলা।
গত মার্চ মাসের পর বাংলাদেশে এটিই তার প্রথম সফর।

সাধারণত এ ধরনের সফরের আগে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। কিন্তু এই সফরের আগে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সফরকালে ভারতের পররাষ্ট্রসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌছে দিতেই হর্ষ বর্ধন শ্রিংলার এই সফর।

এর আগে চলতি বছরের মার্চে মুজিববর্ষ উপলক্ষ্যে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে আলোচনা করতে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব।

 

ভুলুয়াবিডি/এএইচ

নিউজটি শেয়ার করুন।