দু’পক্ষের সংঘর্ষে যুবলীগ কর্মীর মৃত্যু

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, মে ২৪, ২০২০

তোরন নির্মান‌কে কেন্দ্র ক‌রে পটুয়াখালীর বাউফলে তোরন আওয়ামী লী‌গের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত যুবলীগ কর্মী তাপস দাস (৩৪) মারা গেছে। রবিবার (২৪ মে) রাত পৌনে ৮ টায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, যুবলীগ কর্মী তাপসের বাবার নাম বধু দাস। কালাইয়া গ্রামে তাদের বাড়ি। পৌর শহরের ডাক বাংলোর সামনে একটি তোরণ নির্মাণ করার ঘটনাকে কেন্দ্র করে র‌বিবার দুপুরে স্থানীয় এমপি আসম ফিরোজ এবং পৌর মেয়র জিয়াউল হক জুয়েল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষ সময় তাপস দাসসহ কমপ‌ক্ষে ১০ জন আহত হয়।

গুরুতর জখম তাপ‌স‌কে প্রথমে বাউফল হাসপাতালে নেয়া হয়, সেখান থেকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তাপস মারা যান।

উ‌ল্লেখ্য, রবিবার (২৪ মে) দুপু‌রে বাউফল উপ‌জেলা সদ‌র ডাকবাং‌লো মো‌ড়ে তোরন নির্মান‌কে কেন্দ্র ক‌রে স্থানীয় সংসদ সদস্য আ,স,ম, ফি‌রোজ ও মেয়র জিয়াউল হক জু‌য়েল সমর্থক‌দের ম‌ধ্যে প্রথ‌মে কথা কাটাকা‌টি ও প‌রে সংঘর্ষ বেধে যায়। প‌রে পু‌লিশ লা‌ঠিচার্জ ক‌রে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্র‌নে আনে।

এদিকে এম‌পি গ্রু‌পের সমর্থক যুবলীগ কর্মী মৃত তাপস প্র‌তিপ‌ক্ষের ধারা‌লো অ‌স্ত্রের আঘা‌তে জখম হ‌লে ব‌রিশাল শে‌রেবাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে মারা যায়। বর্তমা‌নে বাউফল উপ‌জেলা উ‌ত্তেজনা বিরাজ কর‌ছে। মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে অ‌তি‌রিক্ত পু‌লিশ।

ভুলুয়া বাংলাদেশ/এএইচ