ধর্ষণ-নিপীড়ন উত্তাপে লক্ষ্মীপুর ধর্ষণ-নিপীড়ন উত্তাপে লক্ষ্মীপুর ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০ লক্ষ্মীপুর প্রতিনিধি: প্রায় সারাদেশে নারী ধর্ষণ-নিপীড়ন, হত্যাকাণ্ডের উত্তাপ থামেনি এখনও। প্রতিবাদে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ছাত্র সমাজের উদ্যোগে লক্ষ্মীপুর জেলা প্রেসক্লাবের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রাশাসক কার্যালয়ের সামনে গিয়ে রাস্তায় অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা। এসময় বক্তব্য রাখেন- শিক্ষার্থী আহমেদ ইশতিয়াক ইফতি, জয়তন মাহমুদ তাকিয়া,আসিফ আকবর,হুমায়রা জান্নাত, আকরাম ইবনে হেলাল, আয়মান মাহমুদ প্রমুখ। এদিকে, একই দাবীতে জেলার দালাল বাজার, ভবানীগঞ্জ বাজারেও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে রাতে জেলা ছাত্রলীগ আলোক প্রজ্জলন করে। এ সময় বক্তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়াসহ নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবী জানান। আর কোনও ধর্ষণের ঘটনা হলে কঠোর আন্দোলন করার হুশিয়ারি দেন তারা। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ৭১ এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার, ধর্ষকদের ফাঁসি চাই, আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাই নাই এমন স্লোগানে মুখরিত ছিল এসব শিক্ষার্থীরা। https://buluyabangladesh.com/wp-content/uploads/2020/10/Lakshmipur-Bikkhob-Footage-08.10.20.mp4 ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ২৭৩ শেয়ার করুন মানববন্ধন ও সমাবেশ শেয়ার করুন ধর্ষণ-নিপীড়নপ্রতিবাদমানববন্ধন-বিক্ষোভলক্ষ্মীপুরহত্যাকাণ্ড