নওগাঁয় সড়ক দুর্ঘটনায় সহোদর নিহত

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, মে ২৯, ২০২০

নওগাঁর পত্নীতলায় ট্রাক-ট্রলির সংঘর্ষে দুই ভাই (সহোদর) নিহত হয়েছে। আজ শুক্রবার (২৯ মে) সকালে পত্নীতলা সাপাহার সড়কের ঘড়াইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাবুব (৪২) ও আনোয়ার হোসেন (৪০) উপজেলা চকমমিন গ্রামের মৃত এজাহার আলীর ছেলে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে ট্রলি নিয়ে পত্নীতলার দিকে যাচ্ছিল দুই ভাই। পথে পত্নীতলা সাপাহার সড়কে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ট্রলিটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

ওসি আরও জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুলুয়া বাংলাদেশ/এএইচ