নাকফুলের জন্য গৃহবধূকে হত্যা! নাকফুলের জন্য গৃহবধূকে হত্যা! ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০ গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার খোলাহাটির এক গৃহবধূ সুমাইয়া আকতার সেতু যৌতুকের একটি নাকফুলের জন্য শ্বশুর বাড়ির লোকদের নির্যাতনে প্রাণ হারালেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১২টার দিকে গাইবান্ধার সদর উপজেলা খোলাহাটি ইউনিয়নের উত্তর খোলাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, বেলা ১১ টার দিকে যৌতুকের নাকফুল দেয়া নিয়ে স্বামী সুজা মিয়ার সাথে তার স্ত্রী সেতুর ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী ও বাড়ির লোকজন মিলে সেতুকে মারধর করে ও পরে গলা টিপে হত্যা করে। অবস্থার বেগতিক দেখে বাড়ির লোকজন সেতুর লাশ আঙ্গিনায় ফেলে পালিয়ে যায়। হঠাৎ বাড়ির লোকের সারা শব্দ না পেয়ে আশে পাশের লোকজনের সন্দেহ হলে তারা ওই বাড়িতে যেয়ে গৃববধূ সেতুকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশীরা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর সেতুল লাশ উদ্ধার করে। নিহত গৃহবধূ সুমাইয়া আকতার সেতুর বাবা শাহিন মিয়া অভিযোগ দিলে পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা হাসপাতালের মর্গে প্রেরণ করে। শাহিন মিয়া বলেছেন, এক বছর আগে তার মেয়ে সেতুর সাথে সুজার বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসাবে টাকা সহ অন্যান্য সরঞ্জামও দেয়া হয়। বাকি থাকে শুধু একটি নাকফুল। নাকফুলটি নিয়ে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া হয়। তাকে এই নাকফুলের জন্য হত্যা করা হয়েছে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেছেন, ধারণা করা হচ্ছে সেতুকে হত্যা করে ফেলে রেখে পালিয়ে গেছে তার শ্বশুর বাড়ির লোকেরা। নিহতের গলাসহ শরীরের বিভিন্নস্থানে ক্ষতচিহ্ন দেখা গেছে জানিয়ে ওসি বলেন, ময়না তদন্ত শেষ হলে মামলার প্রস্তুতি নেয়া হবে। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৬৩ শেয়ার করুন অপরাধ শেয়ার করুন গাইবান্ধানাকফূল