নিহত 'কনস্টেবল'র মেয়ের বিয়ের বন্দোবস্ত করেন জেলা পুলিশ সুপার নিহত ‘কনস্টেবল’র মেয়ের বিয়ের বন্দোবস্ত করেন জেলা পুলিশ সুপার ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০ বুরহান উদ্দিন মুজাক্কির (নোয়াখালী প্রতিনিধি): কনস্টেবল আনোয়ার উল্যাহ ২০০৯ সালে কক্সবাজারের চকোরিয়া থানায় কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আর্থিক অস্বচ্ছলতার কারণে তার স্ত্রী জোয়েদা আক্তারের সেঝো মেয়ে আসমাউল হোসনা মুক্তা এর বিয়ের খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন। এ সংবাদ পেয়ে নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এর নেতৃত্বে পাশে এসে দাঁড়ায় নোয়াখালী জেলা পুলিশ। সোমবার (১০ আগস্ট) সুধারাম থানার ৮ নং এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামস্থ কনের নিজ বাড়ীতে বিয়ের আয়োজন করা হয়। বর রিয়াজ উদ্দিন আজাদ একই ইউনিয়নের চর শুল্যকিয়া গ্রামের বাসিন্দা। জেলা পুলিশের প্রীতি উপহার নিয়ে কনের বাড়ীতে যান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেইনিং সেন্টার) মো. সাজ্জাদ হোসেন ও সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মো. নবীর হোসেন। পিতার অবর্তমানে অভিভাবকের দায়িত্ব পালন করায় পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এর প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন কনে আসমাউল হোসনা মুক্তা এবং তার বিধবা মা জোয়েদা আক্তার। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১১৬ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন বিয়ের বন্দোবস্ত