নেত্রকোনায় বিদ্যুতস্পৃষ্টে স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, জুন ৫, ২০২০ নেত্রকোনা সংবাদদাতা: নেত্রকোনার বারহাট্টায় মৎস্য খামারে মাছ দেখতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জামান আকন্দ (৩৪) নামের এক স্কুল শিক্ষক মারা গেছেন। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যার দিকে উপজেলার তেলিকুড়ী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তেলিকুড়ি গ্রামের মৌলা মিয়ার ছেলে স্কুল শিখক জামান তেলিকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্তব্যরত ছিলেন। জানা গেছে, সন্ধ্যায় বাড়ির পাশে ফিসহ্যাচারীতে মাছ দেখতে গিয়ে তাকে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়েন জামান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। ভুলুয়া বাংলাদেশ/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ২৮৩ শেয়ার করুন অস্বাভাবিক দুর্ঘটনা শেয়ার করুন