নোয়াখালীতে অসহায় প্রতিবন্ধিদের পাশে মানবিক পুলিশ ও মানবিক অর্গানাইজেশন নোয়াখালীতে অসহায় প্রতিবন্ধিদের পাশে মানবিক পুলিশ ও মানবিক অর্গানাইজেশন ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০ বুরহান উদ্দিন (নোয়াখালী প্রতিনিধি): নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় মানবিক পুলিশ ইউনিট সিএমপি’র আয়োজনে কবিরহাট থানা হল রুমে জেলা পুলিশ সুপার আলমগীর হোসেনের উপস্থিতিতে উপজেলায় ৪০ জন শারীরীক ও মানসিক প্রতিবন্ধি শিশু, নারী এবং বয়স্কদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পুলিশ সুপার বলেছেন, পুলিশ আইন শৃঙ্খলার পাশাপাশি নানা ধরনের মানবিক কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজ মানবিক পুলিশ হিসেবে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভিন, থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান, জেলা পরিষদ সদস্য আনোয়ার হোসেন, মানবিক পুলিশ ইউনিট’র টিম লিডার মো শওকত হোসেন। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ৮২ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন অসহায় প্রতিবন্ধিনোয়াখালী