নোয়াখালীতে করোনা সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে করোনা সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

বুরহান উদ্দিন নোয়াখালী: নোয়াখালীতে করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির সার্বিক অবস্থা নিয়ে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে (সম্মেলন কক্ষে) এই সভা অনুষ্ঠিত হয়েছে।

মতিবিনিময় সভায় নোয়াখালী জেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ, ত্রাণ কার্যক্রম, করোনা চিকিৎসা কার্যক্রম, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও সুসমন্বয়করণ নিয়ে আলোচনা ও পর্যালোচনা হয়েছে।

মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশন এর সচিব ও সদস্য জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী এবং সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা প্রশাসক জনাব মোহাম্মদ খোরশেদ আলম খান।

এ সময় জেলা পুলিশ সুপার জনাব আলমগীর হোসেন সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ভুলুয়াবিডি/এএইচ

নিউজটি শেয়ার করুন।