নোয়াখালীতে কলেজছাত্রীর আত্মহত্যা

নোয়াখালীতে কলেজছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০

বুরহান উদ্দিন (নোয়াখালী প্রতিনিধি): নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা হিরাপুর ইউনিয়ন থেকে নুসরাত জাহান মিম (২০) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা শহর নোয়াখালীর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।কলেজছাত্রী মিম উপজেলা হিরাপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড ব্যাপারী বাড়ির প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেছেন, শুক্রবার রাত ৯টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মিম। পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সেনবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

ভুলুয়াবিডি/এএইচ

নিউজটি শেয়ার করুন।