নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০ বুরহান উদ্দিন (নোয়াখালী প্রতিনিধি): নোয়াখালী জেলার সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পূর্ব ছাতারপাইয়া এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে শুভ (১৯), ছাতারপাইয়া বদর বাড়ির হাসান (১৯), আব্দুল হকের ছেলে রকি (২০)। বুধবার (২১ অক্টোবর) সকালে ভুক্তভোগী গৃহবধূ মামলা দায়ের করেন।এরপর দুপুর পৌনে ২টার দিকে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠায় পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব ছাতারপাইয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর রাতে বাড়ির ভেতরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে তার চাচাতো দেবর পারভেজ। এ সময় ধর্ষকের সহযোগীরা তা ভিডিও করে। পরে ইন্টারনেটে ভিডিও ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ ও তার স্বামীর কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে ধর্ষক পারভেজ ও তার সহযোগীরা। সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলা করেছেন। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১০৬ শেয়ার করুন অপরাধ শেয়ার করুন অপরাধ