নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০ বুরহান উদ্দিন (নোয়াখালী প্রতিনিধি): নোয়াখালী জেলার চাটখিলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে চাটখিল পৌর ২নং ওয়ার্ড সুন্দলপুর এলাকায় তারা খাঁর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তারা খাঁর বাড়ির হাফেজ আহমদের মেয়ে হুমায়রা আক্তার (৪) ও গুলজার হোসেনের ছেলে আব্দুল মাজেদ (৬)। তারা দু’জন সম্পর্কে চাচাতো ভাইবোন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে বাড়ির অন্য শিশুদের সাথে বাড়ির আঙিনায় খেলা করছিল হুমায়রা ও মাজেদ। দুপুরের পর থেকে পরিবারের লোকজন তাদের ২ জনকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এরপর একপর্যায়ে তাদের ঘরের পাশের পুকুর ঘাটের পানিতে দু’জনের ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করে পরিবারের লোকজন। এ ঘটনার সত্যতা স্বীকার করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ৭৩ শেয়ার করুন অস্বাভাবিক দুর্ঘটনা শেয়ার করুন নোয়াখালীপানিতে ডুবে মৃত্যু