নোয়াখালীতে প্রবাসী ফাউন্ডেশন উদ্বোধন ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০ বুরহান উদ্দিন (নোয়াখালী প্রতিনিধি): নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জে প্রবাসীদের নিয়ে গঠিত প্রবাসী ফাউন্ডেশন এর উদ্বোধন উপলক্ষ্যে করোনায় (কোভিড-১৯) কর্মহীন উপজেলার শতাধিক পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর)সন্ধ্যা টার দিকে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা বসুরহাট পৌরসভা মিলনায়তনে এ ফাউন্ডেশনের উদ্বোধন করেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন। ওই সময় শতাধিক পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। ফাউন্ডেশনটির সভাপতি ফখরুদ্দিন মাহমুদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খীজির হায়াত খান প্রমূখ। এ সময় ভার্চুয়াল কনফারেন্সে সংযুক্ত হয়ে প্রবাস থেকে ফাউন্ডেশনটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শোয়ার করুন পোস্টটি দেখা হয়েছে- ১৪১ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন নোয়াখালীপ্রবাসী ফাউন্ডেশন উদ্বোধন