নোয়াখালীতে ভাইয়ের বাসায় বেড়াতে এসে তরুণী ধর্ষণের শিকার ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২০ বুরহান উদ্দিন (নোয়াখালী প্রতিনিধি): নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার নান্দিনা পাড়া গ্রামে ২৭ সেপ্টেম্বর রবিবার সকালে বড় ভাইয়ের ভাড়া বাসায় বেড়াতে আসেন এক তরুনী (১৮) মেয়েটির বড় ভাই রিক্সা চালক এবং তার স্ত্রী একজন নার্স । গতকাল ১লা অক্টোবর (বৃহস্পতিবার) প্রতিদিনের ন্যায় বড় ভাই ও তার স্ত্রী তাদের কর্মস্থলে যায়। তারা বাসায় না থাকার আনুমানিক সন্ধ্যা ৭ টায় ইয়াছিন আহমেদ (৩৫) পিতা: আকরাম হোসেন গ্রাম: নান্দিয়াপাড়া তাদের খালি বাসায় ভিকটিমকে তরুণী কে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিমের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে ধর্ষক পালিয়ে যায়। স্থানীয়রা জানায়, মেয়েটার চিৎকার শুনে তারা ছুটে যায় এবং তাদের উপস্থিতি টের পেয়ে ধর্ষক ইয়াছিন পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবহিত করে। পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে আসে ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চালায়। পরে রাতে এলাকাবাসী ইয়াছিন (৩৫) কে ধরে পুলিশে সোপর্দ করে। বর্তমানে সে সোনাইমুড়ী থানা পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে, সোনাইমুড়ী থানার ওসি মুঠোফোনে জানিয়েছে, আসামি গ্রেফতার হয়েছে এবং মামলা করা হয়েছে (তবে তিনি মামলা নাম্বার বলতে পারেনি)। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৪০ শেয়ার করুন অপরাধ শেয়ার করুন অপরাধধর্ষণনোয়াখালী-সোনাইমুড়ী