নোয়াখালীতে ৪টি ফার্মেসিকে ৬০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে ৪টি ফার্মেসিকে ৬০ হাজার টাকা জরিমানা ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২০ বুরহান উদ্দিন (নোয়াখালী প্রতিনিধি): নোয়াখালীর সদর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকার অপরাধে ৪টি ঔষুধ ফার্মেসিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, বুধবার (১২ আগস্ট) দিনব্যাপী নোয়াখালীর সদর উপজেলার বসিরার দোকান (রেল ক্রসিং সংলগ্ন) ও দত্তেরহাটে অননুমোদিত, মিসব্রান্ডেড, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকায় ৪ টি ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালত অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও জনসম্মুখে ধূমপান করার অপরাধে ১জনকে ৫০ টাকা এবং যথাযথ স্বাস্থ্য বিধি না মেনে মাস্কবিহীন যাত্রী পরিবহন করার অপরাধে ১ জনকে ২’শ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মাস্ক ব্যবহারে সাধারণ জনগণকে উৎসাহ প্রদান করা হয় এবং জেলা প্রশাসনের পক্ষে সাধারণ জনগণের মধ্যে কিছু মাস্ক বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। এ সময় তিনি জানান, জনস্বার্থে এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ৭৩ শেয়ার করুন আইন আদালত শেয়ার করুন নোয়াখালীভ্রাম্যমাণ আদালত