পঙ্গু হাসপাতালে ১৯ নার্সকে শোকজ

পঙ্গু হাসপাতালে ১৯ নার্সকে শোকজ

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালের ১৯ নার্সকে শোকজ করা হয়েছে। জরুরি ও বহির্বিভাগে কর্মরত এই নার্সদের কারণ দর্শানোর নোটিশ দিয়ে শোকজ করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল গনি মোল্লাহ।

নোটিশে বলা হয়, গত ৬ই জুলাই একটি বেসরকারি টিভি চ্যানেলে হাসপাতালে ভর্তি-সংক্রান্ত জটিলতা, অর্থের বিনিময় ড্রেসিং-প্লাস্টার করা ইত্যাদি নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়, যা হাসপাতালের সুনাম ক্ষুন্ন করেছে।

ওইদিন হাসপাতালে নিজ কর্মস্থলে দায়িত্ব পালনরত থাকায় এ বিষয়ে কেন আপনাকে দোষী সাব্যস্ত করে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ আগামী দুই দিনের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে লিখিতভাবে জবাব পরিচালকের দপ্তরে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

শোকজপ্রাপ্ত নার্সরা হলেন-জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স মনোরঞ্জন দাস, মো. জিয়াউল হক, আখি বেগম, সাবিহা আফরিন, সাবিনা আক্তার ছবি, আব্দুল মান্নান, জাকির হোসেন, শিখা হালদার, মোহাম্মদ বাহারুল আলম, মো. কায়েদ উল আজাদ, বিউটি রানী বিশ্বাস।

বহির্বিভাগের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স মো. আলমগীর, সিনিয়র স্টাফ নার্স মো. আতিয়ার রহমান, সুধন চন্দ্র বৈদ্য, মো. আলমগীর হোসেন, মোহাম্মদ হাসিবুজ্জামান, গাজী আমিনুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম এবং মোহাম্মদ মনজুরুল ইসলাম।

 

ভুলুয়াবিডি/এএইচ

নিউজটি শেয়ার করুন।