পদ্মাসেতু প্রকল্পের ১৪ জনের করোনা ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, জুন ৬, ২০২০ পদ্মাসেতু প্রকল্পের মাওয়া প্রান্তের দোগাছিস্থ সার্ভিস এরিয়া-১ এর ১৪জনের করোনা শনাক্ত হয়েছে। একটি বেসরকারি হাসপাতালের মাধ্যমে গত ২ জুন ১৬৩ জনের সোয়াব সংগ্রহ করে ঢাকায় নিয়ে পরীক্ষা করা হয়। পরবর্তীতে ১৪ জনের করোনা পজেটিভ আসে। বাকী ১৪৯ জনের রিপোর্ট আসে নেগেটিভ। শুক্রবার (৫ জুন) দিনগত রাতে দায়িত্বশীল এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এর মধ্যে ২ জন বিদেশী পরামর্শক রয়েছেন। ১ জন কোরিয়ান নাগরিক সিনিয়র পেন্টিং স্পেশিয়ালিস্ট (৩৫) এবং অপরজন নিউজিল্যান্ডের নাগরিক পরমর্শক প্রতিষ্ঠান কেইসির প্রকল্প ব্যবস্থাপক (৬৫)। বাকী ১২জন বাংলাদেশী। এর মধ্যে একজন রয়েছেন নারী। তিনি এক মেটরিয়েল প্রকৌশলীর স্ত্রী। তবে এই ১৪জনের কারও করোনা উপসর্গ নেই। ভুলুয়া বাংলাদেশ/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ১৬০ শেয়ার করুন জাতীয় শেয়ার করুন