লক্ষ্মীপুর-২ সাংসদ কুয়েত কারাগারে ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জুন ৮, ২০২০ কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক রাখার আবেদন জানিয়েছে কুয়েতের পাবলিক প্রসিকিউটর। আজ সোমবার (৮ জুন) কুয়েতের অনলাইন সংবাদ মাধ্যম আল রাই এ খবর দিয়েছে। এমপি শহীদুল ইসলাম পাপুল কুয়েত সিআইডির হাতে আটক আছেন, এর চেয়ে বেশি তথ্য কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাছে নেই বলে জানান রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। তিনি জানান, সোমবার বিকেল পর্যন্ত নতুন আর কোনো তথ্য আসেনি। আল রাই-এর প্রতিবেদনে বলা হয়েছে, মানব এবং অর্থ পাচারের অভিযোগে শনিবার কুয়েতে গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার বাংলাদেশি আইন প্রণেতা কাজী শহীদুল ইসলামকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক রাখার আবেদন করেছে পাবলিক প্রসিকিউটর। আবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগ গুরুতর বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, কাজী শহীদুল ইসলামের বিরুদ্ধে মানব ও অর্থ পাচারের অভিযোগ আগে থেকে তদন্ত চলছিল। তদন্ত চলার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়। কুয়েতে বাংলাদেশি প্রবাসী সূত্র জানায়, কুয়েতে কাজী শহীদ পাপুল যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার মালিকানার অংশীদারিত্ব নিয়ে স্থানীয় কুয়েতি ব্যবসায়ীদের সঙ্গে টানা পোড়েনের জেরেই গত ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে প্রথমে বড় মাত্রায় ঘুষ দেওয়ার তথ্য ফাঁস হয় কুয়েতের স্থানীয় সংবাদ মাধ্যমে। এরপর তদন্ত শুরু হয়। এদিকে সূত্র জানায়, এমপি শহীদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তারা তার জামিনের জন্য আবেদন করেছেন বলেও প্রবাসী কমিউনিটিতে খবর এসেছে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী বলেন, কুয়েতের স্থানীয় সংবাদ মাধ্যমে এমপি শহীদকে আটকের বিষয়ে ‘ডিটেনশন’ শব্দটি ব্যবহার করা হয়েছে। কুয়েতের রাজকীয় ফৌজদারি আইনের পরিভাষায় ‘ডিটেনশন’ শব্দটি ‘অ্যারেস্ট’ শব্দটির চেয়েও গুরুতর ক্ষেত্রে প্রয়োগ করা হয়। অর্থাৎ, কাউকে অত্যন্ত গুরুতর অভিযোগে আটকাদেশ দেওয়া হলে ‘অ্যারেস্ট’ ব্যবহার না করে ‘ডিটেনশন’ ব্যবহার করা হয়। কুয়েতের আইন অনুযায়ী পাবলিক প্রসিকিটরের আবেদন আদালতে শুনানির পূর্ব পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য ‘আদেশ’ হিসেবেই বিবেচিত হয়। তিনি আরও বলেন, কূটনৈতিক পাসপোর্টধারী একজন সংসদ সদস্যের বিদেশে ফৌজদারি অপরাধে গ্রেফতার হওয়াটা দেশের সম্মানের উপর বড় আঘাত। এর জন্য অবশ্যই বিষয়টি অতি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা উচিত। ভুলুয়া বাংলাদেশ/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ৩০৮ শেয়ার করুন রাজনীতি শেয়ার করুন