পীরগাছায় দুই শিশুর লাশ উদ্ধার ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ২:৫৯ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২০ রংপুর সংবাদদাতা: রংপুরের পীরগাছায় বাড়ির পাশের ডোবা থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তারা সম্পর্কে খালাতো বোন। রোববার (১৪ জুন) বিকেলে উপজেলা তাম্বুলপুর ইউনিয়নের রহমতের চর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় তাম্বুলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দিন। নিহতরা হলো- ওই গ্রামের আব্দুল খালেকের মেয়ে সুবর্না খাতুন (৯) এবং পাশের সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের বাবলু মিয়ার মেয়ে কাইফা খাতুন(৮)। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তাম্বুলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দিন জানান, কাইফা খাতুন বৃহস্পতিবার (১১ জুন) তার মায়ের সঙ্গে রহমত চর গ্রামের খালার বাড়িতে বেড়াতে আসে। রোববার (১৪ জুন) দুপুরে খাওয়ার পর সুবর্ণা আর তার খালাতো বোন কাইফাকে নিয়ে বাড়ির পাশে খেলা করার কিছুক্ষণ পর থেকে আশেপাশে কোথাও তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিকেল ৪টা দিকে বাড়ির পাশের ডোবায় তাদের লাশ ভাসতে দেখে সুবর্ণার মা। স্থানীয় ইউপি সদস্য জানিয়েছেন, খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে বলে সকলে ধারণা করছে। ভুলুয়া বাংলাদেশ/এমএএইচ পোস্টটি দেখা হয়েছে- ৬৭ শেয়ার করুন অস্বাভাবিক দুর্ঘটনা শেয়ার করুন