পুনর্গঠন ডিএসসিসির ওয়ার্ড কমিটি পুনর্গঠন ডিএসসিসির ওয়ার্ড কমিটি ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০ করোনাভাইরাস পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে বিশেষ মানবিক সহায়তা বাস্তবায়ন নির্দেশিকা ২০২০’র অনুচ্ছেদ ১৩ অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কমিটি পুনর্গঠন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশে ওয়ার্ড কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত ২ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সমাজকল্যাণ কর্মকর্তা (প্রতিকল্প) এ কে এম লুৎফুর রহমান সিদ্দীক স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। রোববার (৫ জুলাই) ডিএসসিসি সূত্র এ তথ্য জানিয়েছে। আদেশে বলা হয়েছে, গঠিত এই কমিটির মধ্যে ওয়ার্ড কাউন্সিলর থাকবেন সভাপতি। সচিব কাউন্সিলের কার্যালয়/কমিটি কর্তৃক মনোনীত কর্মচারী হবেন সদস্য সচিব। এছাড়া সদস্য হিসেবে থাকবেন, মেয়র কর্তৃক মনোনীত প্রতিনিধি দুজন (১ জন পুরুষ, ১ জন মহিলা), সংশ্লিষ্ট ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর, কমিটি কর্তৃক স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব দুইজন (১ জন পুরুষ, ১ জন মহিলা), কাউন্সিলর কর্তৃক ওয়ার্ড এলাকায় কর্মরত এনজিও কর্মী একজন এই কমিটির সদস্য হিসেবে থাকবেন। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ২০৮ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন