প্রণব মুখার্জির অবস্থা আশঙ্কাজনক প্রণব মুখার্জির অবস্থা আশঙ্কাজনক ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২০ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাঁকে দিল্লির আর্মি’স রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। সোমবার তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সফলভাবে সেই অস্ত্রোপচার সম্পন্ন হয়। আঘাতের কারণে তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। অস্ত্রোপচারে তা অপসারণ করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। এর আগে তার করোনাভাইরাস পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, করোনা পজিটিভ হওয়ার বিষয়টি প্রণব মুখার্জি টুইটারে জানিয়েছেন। যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের আইসোলেশনে যাওয়ারও অনুরোধ করেছেন তিনি। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ২১০ শেয়ার করুন আন্তর্জাতিক শেয়ার করুন প্রণব মুখার্জি