প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশি করোনায় মারা গেলে পরিবার পাবে তিন লাখ টাকা ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০ দেশে করোনায় আক্রান্ত বা মারা গেলে সম্মুখযোদ্ধাখ্যাত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আর্থিক সহায়তা দেবে সরকার। এবার প্রবাসী শ্রমিকরাও যদি করোনায় মারা যায় তাদের পরিবারকেও আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিদেশে করোনায় মারা যাওয়া নিবন্ধিত ও অনিবন্ধিত নির্বিশেষে সকল প্রবাসী কর্মীর পরিবারকে পুনর্বাসনের জন্য তিন লাখ টাকা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ জুলাই জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান। লিখিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনার কারণে চাকরিচ্যুত হয়ে কিংবা অন্য কোনো কারণে বিদেশফেরত কর্মীদের সহজ শর্তে ঋণ প্রদানের জন্য আমরা ইতোমধ্যেই প্রবাসী কল্যাণ ব্যাংকের অনুকূলে ৫’শ কোটি টাকার বরাদ্দ অনুমোদন করেছি। প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে বিদেশ প্রত্যাগত কর্মীদের এবং প্রবাসে করোনায় মৃত কর্মীর পরিবারের উপযুক্ত সদস্যকে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে ও সহজ শর্তে বিনিয়োগ ঋণ প্রদানের জন্য আমরা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ২০০ কোটি টাকার তহবিল গঠন করেছি। এ সংক্রান্ত নীতিমালা ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিদ্যমান নীতিমালা অনুযায়ী শুধুমাত্র বৈধ ও নিবন্ধিত অভিবাসী মৃত কর্মীর পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে ক্ষতিপূরণ বাবদ তিন লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। তবে করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় বর্তমানে করোনাভাইরাসে মৃত্যুবরণকারী নিবন্ধিত ও অনিবন্ধিত নির্বিশেষে সকল প্রবাসী কর্মীর পরিবারকে পুনর্বাসনের জন্য আমরা তিন লাখ টাকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছি। সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন এ পর্যন্ত করোনার প্রকোপে বিভিন্ন দেশ থেকে ২২হাজার শ্রমিক দেশে ফিরেছেন। ভুলুয়াবিডি/এএইচ সংবাদটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১১৪ শেয়ার করুন জাতীয় শেয়ার করুন জাতীয় সংসদ/করোনাভাইরাস/প্রবাসী