ফকিরহাটে আরও ৭ জন করোনার সংক্রমণে আক্রান্ত ফকিরহাটে আরও ৭ জন করোনার সংক্রমণে আক্রান্ত ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০ সাগর মল্লিক (ফকিরহাট প্রতিনিধি): বাগেরহাট ফকিরহাটে নতুন করে আরও ৭ জন করোনায় সনাক্ত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এ নিয়ে উপজেলায় করোনায় (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়িয়য়েছে ৯৮ জনে। গত মঙ্গলবার (১৪ জুলাই) ফকিরহাট স্বাস্থ্য বিভাগের কাছে এ তথ্য আসে। করোনা আক্রান্তদের বাড়ির সবার নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য বিভাগ। করোনায় আক্রান্তরা হলেন, ফকিরহাট সদর ইউনিয়নের মহসিন, ফারজানা, খায়রুল, মূলঘর ইউনিয়নে আল-মামুন, লতিকা, বাহিরদিয়া-মানসা ইউনিয়নের জয়নুল, নলধা-মৌভোগ ইউনিয়নের বঙ্কিম মূখার্জী। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার জানান, উপজেলা থেকে এই পর্যন্ত মোট ৫’শ ৫ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪’শ ৯০টির নমুনার ফলাফল আসে। এর মধ্যে থেকে ৯১টি রিপোর্ট পজেটিভ সনাক্ত হয়েছে। এই পর্যন্ত ফকিরহাট উপজেলায় মোট মৃতের সংখ্যা ০৫ জন। মোট ৪৭ জন সুস্থ হয়ে বাগি ফিরে গেছেন। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ২৩৫ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন