ফকিরহাটে করোনায় এক জনের মৃত্যু ফকিরহাটে করোনায় এক জনের মৃত্যু ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০ সাগর মল্লিক (বাগেরহাট প্রতিনিধি): বাগেরহাট ফকিরহাটে করোনা উপসর্গ নিয়ে বারেক শেখ (৬৩) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তির পর মারা গেছেন। মৃত বারেক রূপসা উপজেলার ঘাটভোগ গ্রামের রমিজ উদ্দিন এর ছেলে। উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমূনা সংগ্রহ করেছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার। এ পর্যন্ত উপজেলায় মোট মৃতের সংখ্যা ০৫জন। মোট সুস্থ হয়েছে ৪৭ জন। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১২৯ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন করোনাভাইরাসফকিরহাট