ফকিরহাটে নতুন করে ২ জন করোনা শনাক্ত,আক্রান্ত ১৫ ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২০ মো. সাগর মল্লিক (বাগেরহাট): বাগেরহাটের ফকিরহাটে নতুন আরও দুই জন করোনা (কোভিড-১৯) রোগী সনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট ১৫ জন করোনা সনাক্ত হয়েছে। নতুন করে ২ জন হলেন ফকিরহাট সদর ইউনিয়নের কাঠালতলা গ্রামের রকিবুজ্জামানের ছেলে রাসেদুল (১৭) এবং ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স ড্রাইভার আতিক’র শিশু কন্যা আতিকা (৮)। উল্লেখ্য; রাসেদুলের পিতা রকিবুজ্জামান ও তার দাদী করোনাভাইরাসে পজেটিভ ছিলেন। এ বিষয়টি নিশ্চিত করেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার। ভুলুয়া বাংলাদেশ/এমএএইচ পোস্টটি দেখা হয়েছে- ১৩০ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন