ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি: ফকিরহাটের মুলঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় শনিবার (১১ জুলাই) সকালে একজন নসিমন চালক নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শনিবার সকাল আনুমানিক ১০ টার দিকে ফকিরহাটের মুলঘর এলাকার নসিমন চালক সৈয়দ স্বাধীন (১৬) তার নিজ গাড়ি চালিয়ে আসার সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে উলটে পার্শ্ববর্তী এক দেওয়ালের সাথে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা নসিমন চালক স্বাধীনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে মূলঘর এলাকার হাফিজুর রহমানের পুত্র বলে জানা যায়। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ৩৬৩ শেয়ার করুন সড়ক দুর্ঘটনা শেয়ার করুন সারাবাংলা/খুলনা/ফকিরহাট