ফেরি চলাচলে বিধিনিষেধ ফেরি চলাচলে বিধিনিষেধ ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০ মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে আসন্ন ঈদুল আজহার আগের ৫ দিন ও পরের ৩ দিন ফেরি পারাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই সময়ে শুধুমাত্র নিত্যপণ্য ও পশুবাহী পরিবহন ফেরিতে পারাপার করা যাবে। বুধবার (১৫ জুলাই) দুপুরে নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। চলাচলে এই নির্দেশনা মানা হচ্ছে কিনা তা কঠোরভাবে নজরদারির আওতায় রাখা হবে বলেও নির্দেশনায় বলা হয়। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, জরুরি সেবার আওতায় এই নির্দেশনার শিথিলতা থাকবে। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ৮১ শেয়ার করুন ভ্রমণ শেয়ার করুন চলাচলে বিধিনিষেদফেরি