বঙ্গবন্ধু – বুরহান উদ্দিন মুজাক্কির ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৬:১২ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২০ বঙ্গবন্ধু বুরহান উদ্দিন মুজাক্কির আমি স্বপ্নে দেখেছি এক সংগ্রামীকে যে অধিকারের জন্য সংগ্রাম করেছিলো সে বঙ্গের পিতা, সে তো বাঙ্গালীর বন্ধু ছিলো তার একটাই স্বপ্ন ছিলো.. সে চেয়েছিল সোনার বাংলা সে এনেছে বাংলার স্বাধীনতা তবুও অপূর্ণ তার স্বপ্ন তার রক্তে ভিজেছে বাংলার মাটি হলো কত ঝড়, কত বৃষ্টি.. তবুও সে দাগ মুছে যায়নি। সে রয়েছে বাঙ্গালীর মনে তাই অতৃপ্ত বাঙ্গালীর আত্মা অশান্ত আমাদের আত্মা আমরা সোনার বাংলা চাই বঙ্গবন্ধুর সোনার বাংলা চাই স্বপ্নের সোনার বাংলা চাই। পোস্টটি দেখা হয়েছে- ১০৭ শেয়ার করুন সাহিত্য সাময়িকী শেয়ার করুন কবিতাবঙ্গবন্ধু