বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ২ জেলে নিহত’সহ নিখোঁজ-২

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২২

নোয়াখালী সংবাদদাতা: হাতিয়া উপজেলায় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে মাইন উদ্দিন ও মো. রাফুল নামে ২ জেলে নিহত হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে দুই জেলে।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলার দমার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইন উদ্দিন উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা ও মো. রাফুল নতুন সুখচর গ্রামের বাসিন্দা। নিখোঁজ জেলেরা হলেন- মো. বেলাল ও মো. শরীফ।

জেলেদের উদ্ধারকারী লুৎফুল্লাহিল মজিব নিশান বলেন, ‌এফবি সিরাজ নামে একটি মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে যান ১৬ জন জেলে। গতকাল রাত পর্যন্ত মাছ ধরে আজ ভোর রাতে হাতিয়া ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

সকাল ১০টায় ট্রলারটি দমারচরে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১৬ জনের মধ্যে পাশে থাকা এফবি ইয়ামিন চৌধুরী ট্রলার’র লোকজন ১২জনকে জীবিত উদ্ধার করে। জোয়ারে পানির আঘাতে ডুবে যাওয়া ট্রলারটি পাশের একটি চরে গিয়ে আটকা পড়ে। এরপরে ট্রলারের ভেতর থেকে মাইন উদ্দিন ও রাফুলের মরদেহ উদ্ধার করা হয়। এখনও দুই জেলে নিখোঁজ রয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ২ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ২ জেলে নিখোঁজ রয়েছে।

 

ভুলুয়াবিডি/এএইচ

সংবাদটি শেয়ার করুন।