বন্যায় বাঁধ ভেঙ্গেছে ২২০ কি:মি: বন্যায় বাঁধ ভেঙ্গেছে ২২০ কি:মি: ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২০ অতি বৃষ্টি ও উজানের ঢলে ৩ দফা বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের ৩২ জেলার বাড়িঘর, সড়ক, বাঁধসহ বিভিন্ন স্থাপনা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, উত্তর ও মধ্যাঞ্চলের ২শ’ ২০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ ও শহররক্ষা বাঁধ ভেঙ্গে গেছে। এছাড়া ৩২ জেলার ৩৩৪ উপজেলার ৬৬ শতাংশ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জাতিসংঘ ও উন্নয়ন সংস্থাগুলো যৌথভাবে বন্যা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরি করেছে। এতে বলা হয়- দেশের ৩১ জেলার ১ হাজার ৯০২ টি বিদ্যালয় ভবন ক্ষতিগ্রস্ত। পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জানান, অমাবশ্যার কারণে এবার বন্যার পানি নামতে সময় বেশি লাগবে। বন্যায় ক্ষীতগ্রস্ত হয়েছে বেড়ি বাঁধের বাইরের অনেক সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান। বন্যা কবলিত এলাকায় পরিকল্পিত স্থাপনা নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের। বাঁধ, সড়কসহ বন্যায় বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির বিবরণ এখনো সংগ্রহ করছে সরকারের বিভিন্ন দপ্তর। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৫৫ শেয়ার করুন প্রাকৃতিক দূর্যোগ শেয়ার করুন বন্যা