বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুন ৭, ২০২০

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন টেুপরা গ্রামে বজ্রপাতে মো. জহিরুল মুন্সী (৩৫) নামে এক কৃষক মারা গেছে। বজ্রবৃষ্টির মধ্যে সে বিলে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়।

রোববার (৭ জুন) দুপুর ২টা ৩০এর দিকে ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল। এ সময় জহিরুল গরু আনতে বিলে যায় পথে বজ্রপাতের শিকার হয়ে মারা যায়। তার পিতার নাম আব্দুল মান্নান মুন্সী ।

আমতলী থানার অফিসার ইনচার্জ শাহআলম হাওলাদার জানান, খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, বজ্রপাতে নিহত পরিবারকে দুযোর্গ ও ত্রান মন্ত্রনালয় থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে ২৫ হাজার টাকা প্রদান করা হবে।

ভুলুয়া বাংলাদেশ/এএইচ