বাবা দ্বিতীয়বার বিয়ে করায় হার্ভার্ড থেকে ছিটকে পড়ি

প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২০

বিল গেটস লাইফ স্টোরিজের কাছে এক ইন্টারভিউতে বৃহস্পতিবার (১১ জুন) এসব কথা বললেন। ইউটিউবে ‘লুজ এন্ড ডান’ নামের সিরিজ ইন্টারভিউটিতে বিশ্বের খ্যাতনামাদের জীবনী প্রকাশ করছে বৃটেনের ফিনলে নেটফিড। এখানেও এ ইন্টারভিউ পাওয়া যাচ্ছে।

এখন তিনি বিশ্বের শীর্ষ ধনীদের একজন। বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। তার ও মেলিন্ডা গেটসের প্রতিষ্ঠান গেটস ফাউন্ডেশন করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের সাহায্যে বিশ্বের অনুন্নত দেশগুলিতে দান করেছে ১৭০ মিলিয়ন ডলার।

বিল গেটস বলেন, তার তার বাবা উইলিয়াম গেটস ছিলেন একজন সিনিয়র আইনজীবী। আর তার মা মেরি একটি বড় ব্যাংকের নির্বাহী পদে দায়িত্ব পালন করতেন। সুতরাং, তাদের পরিবারে অর্থ-সম্পদের অভাব ছিল না।