ফাইল: ছবি

বিদেশিদের ভিসা-গ্রিনকার্ড স্থগিত

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

এ বছরের শেষ পর্যন্ত আর কোনো রকম এইচ ১ বি, এইচ ৪, এল ১ এবং জে ১ ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন) ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করছেন। তিনি জানান, এসব ভিসা বাতিল করায় আমেরিকানদের অস্থায়ী ভিত্তিতে নতুন করে অন্তত ৫ লাখ ২৫ হাজার কর্মহীন মানুষের জন্য কাজের সুযোগ তৈরি হবে।

সিএনএন তার প্রতিবেদনে জানিয়েছে, করোনা পরিস্থিতির কারণে আমেরিকায় লকডাউন জারি করতে বাধ্য হয়েছিল মার্কিন প্রশাসন। ফলে আমেরিকা আর্থিক মন্দার কবলে পড়ে। এ জন্য বেকার হয়েছেন ৪০ লাখেরও বেশি মানুষ।

আর তখনই দেশের নাগরিকদের চাকরির ব্যবস্থা করতে বেশ কয়েকটি ভিসা নীতিতে কড়াকড়ির ইঙ্গিত দিয়ে রেখেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তবে ট্রাম্পের এ পদক্ষেপ নেয়ায় অনেকেই সমালোচনা করেছেন।

তারা বলছেন, যুক্তরাষ্ট্রে বিদেশিদের অভিবাসন সীমাবদ্ধ করার জন্য ট্রাম্প তার দীর্ঘদিনের লক্ষ্য বাস্তবায়নের কাজে মহামারিকে ব্যবহার করছেন। দেশটির অনেক ব্যবসায়িক গোষ্ঠীও অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞার জন্য এ ঘোষণার বিরুদ্ধে তদবিরও করছিলেন। ইউকে বিডি

 

 

ভুলুয়াবিডি/এএইচ