বেদে পল্লীতে ঈদ সামগ্রী বিতরণ

বেদে পল্লীতে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২০

বুরহান উদ্দিন (নোয়াখালী প্রতিনিধি): নোয়াখালী জেলার বেগমগঞ্জে বেদে পল্লীর ৩০টি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে দিতে উপহার সামগ্রী হিসেবে কোরবানির মাংস বিতরণ করেছেন পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।

এ সময় তিনি বেদে পল্লীর সকল পরিবারের সার্বিক খোঁজ খবর নেন এবং তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
রোববার (২ আগস্ট) দুপুরে বেগমগঞ্জের হলবানের পোল বেদে পল্লীতে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, বেদেসহ সমাজে পিছিয়ে পড়া ও অসহায় লোকজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে আমাদের এই কার্যক্রম। অসহায় মানুষের পাশে বাংলাদেশ পুলিশ সব সময় আছে এবং থাকবে।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ চৌধুরীসহ অন্যান্য পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

 

ভুলুয়াবিডি/এএইচ

নিউজটি শেয়ার করুন।