বেনাপোলে একাধিক মাদক মামলার আসামী নাসিমা ফেনসিডিল'সহ আটক

বেনাপোলে একাধিক মাদক মামলার আসামী নাসিমা ফেনসিডিল’সহ আটক

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০

এসএম স্বপন (বেনাপোল প্রতিনিধি): যশোর বেনাপোল সীমান্ত থেকে ১৫ বোতল ফেনসিডিল’সহ একাধিক মাদক মামলার আসামী নাসিমা (৫১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১২ টা সময় তাকে আটক করে পোর্ট থানা পুলিশ। আটক নাসিমা শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের জামাল হোসেন স্ত্রী।

পুলিশ জানায়, গোপন খবরে জানা যায়, এক নারী মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে সীমান্তের গাতীপাড়া শিকড়ি কাঁচা রাস্তার হয়ে বেনাপোলের দিকে যাবে। এমন সংবাদে পোর্ট থানার এসআই রিয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনাকালে ১৫ বোতল ফেনসিডিল’সহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করে।

তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানা’সহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এর আগেও তাকে মাদক দ্রব্য’সহ আটক করে যশোর আদালতে পাঠানো হয়েছিল। কিন্তু সে জামিনে এসে আবারও মাদক ব্যবসা শুরু করে বলে পুলিশ জানিয়েছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

 

ভুলুয়াবিডি/এএইচ

নিউজটি শেয়ার করুন।