বেনাপোলে ভাইয়ের গুলিতে ভাই খুন! বেনাপোলে ভাইয়ের গুলিতে ভাই খুন ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০ এসএম স্বপন (বেনাপোল প্রতিনিধি): পারিবারিক কলহের জের ধরে যশোরের বেনাপোল কাগজপুকুর গ্রামে বুধবার (২৯ জুলাই) সকালে ছোট ভাই আমজাদ হোসেন মিশার ছোঁড়া গুলিতে বড় ভাই রাসেল নিহত হয়েছেন। জানা গেছে, নিহত রাসেল ইদ্রিস আলীর পুত্র। ছোট ভাই আমজাদ হোসেনকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি চাকু সহ আটক করেছে থানা পুলিশ। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে নিহত রাসেল ও মিশার মধ্যে পারিবারিক কলহ বাধে। একপর্যায়ে ছোট ভাই মিশা ঘর থেকে পিস্তল বের করে বড় ভাই রাসেল কে লক্ষ্য করে গুলি ছুঁড়লে রাসেল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী গ্রাম থেকে আমজাদ হোসেন মিশাকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি ও চাকু’সহ তাকে আটক করেছেন। এদিকে সৃষ্ট এ ঘটনায় মৃত রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য যশোর আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে। থানায় মামলার প্রস্তুতি চলছে। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ২২০ শেয়ার করুন অপরাধ শেয়ার করুন ভাইয়ের গুলিতে ভাই খুন