বেনাপোল সীমান্তে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক বেনাপোল সীমান্তে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৮:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০ এসএম স্বপন (যশোর) অফিস: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ রুবেল হোসেন (২৮) নামে এক মাদকনবিক্রেতাকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন র্যাব-৬। সোমবার (৩১ আগস্ট)বেলা সাড়ে ১২ টার দিকে বেনাপোল সীমান্তের বারোপোতা গ্রাম থেকে আটক করা হয়। আটক রুবেল বেনাপোল পোর্টথানা মহিষাডাঙ্গা গ্রাম’র মোসারফ হোসেনের ছেলে। যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম সরোয়ার হোসাইন বিকাল ৪ টার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বারোপোতা গ্রামে অভিযান চালানো হয়। এসময় রুবেল হোসেন নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামালা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৩৫ শেয়ার করুন অপরাধ শেয়ার করুন আটকমাদক ব্যবসায়ী