বেনাপোল সীমান্তে ফেনসিডিল'সহ মাদক ব্যবসায়ি ওসমান গনি আটক বেনাপোল সীমান্তে ফেনসিডিল’সহ মাদক ব্যবসায়ি ওসমান গনি আটক ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২০ এসএম স্বপন(বেনাপোল প্রতিনিধি): যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ৪’শ বোতল ফেনসিডিল’সহ ওসমান গনি (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) ভোরে তাকে আটক করা হয়। আটক ওসমান বেনাপোল পোর্ট থানার শিকড়ী গ্রামের সাবান হোসেনের ছেলে। বেনাপোল ক্যাম্পের সুবেদার লালমিয়া জানান, গোপন সংবাদে জানতে পেরে, খড়িডাংগা ইটভাটা মোড় থেকে অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ ওসমানকে আটক করা হয়। অপরদিকে, আরেক অভিযানে ভবারবের গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৩’শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ৬৫৭ শেয়ার করুন অপরাধ শেয়ার করুন বেনাপোলমাদক ব্যবসায়ি আটকযশোর