বেনাপোল হাইস্কুল ২০০৫ ব্যাচের উদ্যোগে করোনাকালে পিপিই ও মাস্ক প্রদান বেনাপোল হাইস্কুল ২০০৫ ব্যাচের উদ্যোগে করোনাকালে পিপিই ও মাস্ক প্রদান ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০ এসএম স্বপন (বেনাপোল প্রতিনিধি): বেনাপোল হাইস্কুল ২০০৫ ব্যাচের উদ্যোগে শার্শা উপজেলায় চিকিৎসা সেবায় নিয়োজিতদের জন্য পিপিই ও মাস্ক প্রদান করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ উইসুফ আলীর কাছে ৯০ পিস পিপিই ও ৫০০ পিস মাস্ক নিজস্ব অর্থায়নে প্রদান করে বেনাপোল হাইস্কুল ২০০৫ ব্যাচ। এ সময় ব্যাচের ছাত্ররা বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে (কোভিড-১৯), নিজেদের জীবনের কথা চিন্তা না করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে যে সমস্ত ডাক্তার ভাইয়ের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে, তাদের সুরক্ষার জন্য আমাদের বেনাপোল হাইস্কুল ২০০৫ ব্যাচের কিছু বন্ধু মহলের উদ্যোগে এ পিপিই ও মাস্ক প্রদান করা হলো। ভবিষ্যতে সেবামূলক কাজে সম্পৃক্ততা থাকার আশা ব্যক্ত করেন তারা। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ৫৯ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন প্রদানমাস্ক-পিপিইযশোর-বেনাপোল