বেশি স্যানিটাইজার ব্যবহার ক্ষতিকর ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২০ প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে প্রথমে থেকেই হাত ধোয়ার ওপর বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। এতে করে সাবান নাকি হ্যান্ড স্যানিটাইজার, কোনটা বেশি কার্যকর তা নিয়ে বিতর্ক শুরু হয়। যদিও বিশেষজ্ঞরা এক্ষেত্রে সাবানকেই এগিয়ে রাখছেন। যাই হোক সব কিছুরই বিপরীত ক্রিয়া রয়েছে। তেমন স্যানিটাইজারের ক্ষেত্রেও। গবেষণা মতে, হাত ধোয়ার জন্য প্রবাহিত পানি এবং সাবান ব্যবহার স্যানিটাইজারের চেয়ে বেশি কার্যকর। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিনহুয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের সোসাইটি ফর মাইক্রোবায়োলজির গত বছর এক সমীক্ষায় দেখা গেছে, অ্যান্টিব্যাক্টেরিয়াল জেল ব্যবহারের সময় পর্যাপ্ত পরিমাণে ঘষা যায় না। আর সাবান দিয়ে হাত ধুলে তা ভাইরাল কোষগুলোকে বিচ্ছিন্ন করে দেয় এবং পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেললে তা পুরোপুরি সরে যায়। যা ভাইরাসগুলোকে একেবারে মুছে ফেলতে সক্ষম। এছাড়াও হ্যান্ড স্যানিটাইজারের অধিক ব্যবহারও স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। দীর্ঘদিন ব্যবহারে এটা শরীরের ত্বকের নানা ধরনের ক্ষতি সাধন করতে পারে। এ বিষয়ে বিশেষজ্ঞরা জানান, ৬০ শতাংশের বেশি অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার বেশির ভাগ ভাইরাস রোধে কার্যকর। তবে অ্যালকোহল সংবেদনশীল চামড়ার জন্য ক্ষতিকারক এবং এমনকি সুস্থ ব্যক্তিদেরও তা ক্ষতি করতে পারে। জাপানি রাসায়নিক পণ্য সংস্থা কাও করপোরেশনের একজন মুখপাত্র জানান, খুব বেশি হ্যান্ড স্যানিটাইজার ত্বককে শুকিয়ে দেয় এবং মানব শরীরের প্রাকৃতিক তেলগুলো সরিয়ে ফেলতে পারে এবং সংক্রমণের ঝুঁকি বাড়ায়। এমতাবস্তায় সব সময় সাবান ও পানি দিয়ে হাত ধোয়াকে অগ্রাধিকার দেয়া উচিত। একমাত্র সাবান-পানি না পেলেই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উত্তম। পোস্টটি দেখা হয়েছে- ২৪৮ শেয়ার করুন স্বাস্থ্য বাতায়ন শেয়ার করুন