পরিত্যক্ত চা-পাতা ব্যবহৃত চা পাতা কাজে লাগান ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০ আমাদের দেশে যে পানীয়গুলো সবচাইতে বেশী প্রচলিত, তাদের মাঝে একটি হলো চা। সকাল বিকাল সন্ধ্যা যে কোনো সময়ে আমরা চা পান করে থাকি। কিন্তু চা তৈরির পর কী করেন? নিঃসন্দেহে চা-পাতা ফেলে দেন, তাই না? প্রতিদিনের সঙ্গী চা দিয়েও করা যায় অনেক কাজ। এই ব্যবহৃত চা পাতা ফেলে না দিয়ে সেই পাতা অনেক কাজে ব্যবহার করা যায়। আলমারিতে অনেক দিন ধরে কাপড় রাখলে পুরনো কাপড়ের গন্ধ সৃষ্টি হয়। ব্যবহার করা চা পাতা যদি একটি টিস্যু পেপারে মুড়িয়ে আপনি আলমারিতে রেখে দেন, তাহলে কাপড়গুলো ভালো থাকবে। পোকামাকড়ের উপদ্রব থেকেও রেহাই পাবে। জুতার যত্ন জুতায় ঘামের দুর্গন্ধ অনেকেরই সমস্যা। প্রতিদিন বাইরে থেকে এসে দুটি টিস্যু পেপারের মধ্যে চা পাতা মুড়ে সকাল পর্যন্ত জুতায় রেখে দিন। গন্ধ হবে না। গাছের সার হিসেবে ব্যবহূত চা পাতা ভীষণ ভালো জৈব সার। ঠাণ্ডা করে যেকোনো গাছের গোড়ায় দিয়ে দিন। কার্পেট পরিষ্কার করতে আধা ভেজা ব্যবহূত চা পাতা কার্পেটে ছড়িয়ে দিন। সম্পূর্ণ শুকিয়ে গেলে পরিষ্কার করে ফেলুন বা ভ্যাকুয়াম ক্লিন করে নিন। বাজে গন্ধ ও ময়লা গায়েব হয়ে যাবে। পা পরিষ্কার করতে শীতে পায়ের পাতা, গোড়ালি ময়লা হয় সহজে। ব্যবহার করা চা পাতা গরম পানিতে ঢেলে পা চুবিয়ে রাখুন, পায়ের সব ময়লা পরিষ্কার হয়ে যাবে। কেটে গেলে শেভ করতে গিয়ে মুখ কেটে গেছে? একটা ব্যবহূত টি ব্যাগ ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে কাটা স্থানে লাগিয়ে রাখুন। আরাম তো পাবেনই, রক্তপাতও বন্ধ হবে। চোখের কালো দাগ নিরাময়ে কাজের চাপে হোক বা কম ঘুমের কারণে হোক, চোখের নিচে ফোলা ভাব বা চোখ লাল হয়ে যাওয়া অনেকেরই সমস্যা। সেই সঙ্গে কালো দাগের সমস্যা তো আছেই। এসব সমস্যা থেকে আরাম পেতে ব্যবহার করা টি ব্যাগ কিংবা চা পাতা টিস্যুর মধ্যে নিয়ে চোখের ওপরে ২০ মিনিট দিয়ে বসে থাকুন। দেখবেন চোখের ফোলা বা লাল ভাব কমে গিয়ে ক্লান্তি দূর হয়েছে অনেকটাই। নিয়মিত ব্যবহার করলে কালো দাগও চলে যাবে। ত্বকের কালো ভাব দূর করতে চায়ে উপস্থিত টনিক এসিড ত্বকের কালো ভাব দূর করতে সাহায্য করে। এ জন্য ব্যবহার করা চা পাতা আধঘণ্টা আক্রান্ত স্থানে ধরে রাখতে হবে। এ ছাড়া রোদে ত্বক পুড়ে গেলেও সরাসরি টি ব্যাগ মুখে ব্যবহার করতে পারেন। স্ক্রাব হিসেবে টি ব্যাগ ফেলে না দিয়ে সেগুলো স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন। এ জন্য ব্যবহার করা টি ব্যাগ শুকিয়ে ব্যবহার করুন। তারপর মুখ মুছে ময়েশ্চারাইজার লাগান। চায়ে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ত্বক উজ্জ্বল, নরম ও মসৃণ করবে। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ২৯২ শেয়ার করুন লাইফস্টাইল শেয়ার করুন