ব্রিটেনে মহামারীর চিকিৎসা শুরু ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২০ ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগের (এনএইচএস) চিকিৎসকদের এখন থেকেই গুরুতর কোভিড রোগীদের ডেক্সামেথাসোন ওষুধ দিতে বলা হয়েছে। গত কয়েকমাস ধরে সফল একটি পরীক্ষা বা ট্রায়ালের পর এই সিদ্ধান্ত নেয়া হয়। ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক পার্লামেন্টে বলেছেন, দেশে এই মুহূর্তে ২ লাখ ৪০ হাজার ডেক্সামেথাসোন মজুদ রয়েছে। তিনি বলেন, এই ওষুধ দিলেই কোভিড রোগী সেরে উঠবে তা নয়, তবে এখন পর্যন্ত এর চেয়ে সুসংবাদ আমাদের কাছে নেই। ব্রিটেনের বিভিন্ন হাসপাতালে করোনা (কোভিড-১) রোগী ভেন্টিলেটরে ছিলেন। এবং অক্সিজেন প্রয়োগে চিকিৎসা নিচ্ছিলেন আরো কয়েকশো রোগী। এমন রোগীদের আজ থেকে হয়তো ডেক্সামেথাসোন দেওয়া শুরু হবে। অতি সত্বর এই ওষুধ দেয়া শুরু করতে হবে। অবশ্য এর সরবরাহ নিয়ে কোনো সমস্যা হবে না। ভুলুয়া বাংলাদেশ/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ১২২ শেয়ার করুন আন্তর্জাতিক শেয়ার করুন