ভারতে প্রবেশকালে সীমান্তে আটক ৫ ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০ এসএম স্বপন (বেনাপোল প্রতিনিধি): যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ৫ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (৩ অক্টোবর)বেলা ১২টার দিকে শার্শা অগ্রভূলাট সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, মোস্তফা কামাল,সালাম,খায়রুল ইসলাম,জনি হাওলাদার ও ফারুক হোসেন। তাদের বাড়ি দেশের বিভিন্ন অঞ্চলে। বিজিবি জানায়, ভারতে প্রবেশের গোপন খবরে সীমান্তের মেইন পিলার ১৭/৭ এস এর কাছ থেকে ৫ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। অগ্রভূলাট বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোফাজ্জল হোসেন জানান, আটকদের বিরুদ্ধে ১১/সি ধারায় মামলা দিয়ে তাদেরকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ৯৫ শেয়ার করুন অপরাধ শেয়ার করুন অপরাধবেনাপোল-শার্শা