ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হচ্ছে ইইউ ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, জুন ১০, ২০২০ ধীরে ধীরে এবং আংশিকভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ১ জুলাই থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নে। এর আগে করোনা (কোভিড-১৯) মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার জেরে ইউরোপীয় ইউনিয়ন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর দফায় দফায় সেই নিষেধাজ্ঞার মেয়াদও বেড়ে গিয়েছিলো। এদিকে ইউরোপিয়ান কমিশনের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল আজ বুধবার (১০ জুন) ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, সামনের মাসে এই বিধিনিষেধ সহজ করার ক্ষেত্রে অনেকগুলো নীতি ও মানদণ্ড বিবেচনায় নেওয়া হবে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর একটি সাধারণ ও সমন্বিত পদ্ধতির ওপর ভিত্তি করে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। তবে অন্য দেশের সঙ্গে সীমান্ত খোলার আগ মুহূর্তেই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সীমানা খুলে দেওয়া হবে। সূএ: ব্লুমবার্গ ভুলুয়া বাংলাদেশ/এএমএইচ পোস্টটি দেখা হয়েছে- ২৬১ শেয়ার করুন ভ্রমণ শেয়ার করুন