মসজিদে আল হারাম ও নববীতে ফের দুরত্ব বজায় রাখার নির্দেশ ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২১ সৌদি আরব প্রতিনিধিঃ আবদুল কাদের,সম্প্রতি সৌদি আরবে করোনার প্রকোপ বৃদ্ধি পেতে থাকায় বৃহস্পতিবার (৩০ ডিসেস্বর) সকাল ৭টা থেকে শারীরিক দূরত্বের ব্যবস্থা পুনঃস্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে, হজ্জযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা বজায় রাখার জন্য সতর্কতামূলক পদক্ষেপের প্রয়োগ অর্জনের জন্য যথাক্রমে প্রার্থনা ও কার্পেট পুনঃবন্টন এবং ব্যবহারের ডিফল্ট রুটগুলিতে তীর্থযাত্রীদের বণ্টনের মধ্যে শারীরিক দূরত্ব প্রয়োগ করা হবে। দর্শনার্থী এবং দুই মসজিদের শ্রমিকদের সাবধানতাগত ব্যবস্থা মেনে চলতে হবে, পবিত্র মসজিদের জারি করা পারমিট অনুযায়ী প্রবেশের তারিখ এবং পবিত্র মসজিদে পরিচালিত কর্তৃপক্ষের নির্দেশাবলী মেনে চলতে হবে। এ ছাড়া বৃহস্পতিবার থেকে সৌদি আরবের সর্বত্র মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভুলুয়াবিডি/এএইচ সংবাদটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ৯২ শেয়ার করুন আন্তর্জাতিক শেয়ার করুন মসজিদে আল হারাম ও নববীসৌদিআরব