মাইজদীতে স্বাস্থ্যবিধি না মানায় ৩ মামলায় ১২ হাজার টাকা জরিমানা মাইজদীতে স্বাস্থ্যবিধি না মানায় ৩ মামলায় ১২ হাজার টাকা জরিমানা ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২০ বুরহান উদ্দিন (নোয়াখালী প্রতিনিধি): নোয়াখালী সদর উপজেলার মাইজদী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার (১০ আগস্ট) দিনগত রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত। এ সময় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করার দায়ে ৩টি পৃথক মামলায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, করোনা (কোভিড-১৯) প্রতিরোধে মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করা এবং এ নিয়ে সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণা চালানো হয়। আদালত পরিচালনা করেন নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট আসাদুজ্জামান রনি। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৪৮ শেয়ার করুন আইন আদালত শেয়ার করুন ভ্রাম্যমাণ আদালত