মাদারীপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ণ, মে ৩০, ২০২০

মাদারীপুর সংবাদদাতা: আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে
মাদারীপুর শহরের কুকরাইল এলাকায় নিশাদ হাওলাদার (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার (২৯ মে) বিকেলে বিদ্যুৎস্পৃষ্টের এই ঘটনাটি ঘটে। নিহত ওই স্কুলছাত্র সদর উপজেলার হাজীরহাওলা এলাকার বাদল হাওলাদারের ছেলে ও শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।

হাসপাতাল ও ফায়ার সার্ভিসের সূত্রমতে, শুক্রবার বিকেলে কুকরাইল এলাকার নুরুল হকের বাড়িতে আম পাড়তে আসে নিশাদ। আম গাছে উঠে উঁচু ডাল থেকে আম ছিঁড়তে গিয়ে তার একটি হাত বৈদ্যুতিক তারকে স্পর্শ করে। এতেই নিশাদ বিদ্যুতায়িত হয়ে গাছের সাথে ঝুলে থাকে।

কিছুক্ষণ পর ওই বাড়ির লোকজন নিশাদকে ঝুলে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিশাদকে উদ্ধার করে।এরপর তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিশাদকে মৃত ঘোষণা করে।

মাদারীপুর সদর হাসপাতালের ডা. অখিল সরকার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ওই কিশোরকে হাসাপাতালের জরুরি বিভাগে আনা হলে চেকআপ করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই ওই কিশোর মারা যায়।

মাদারীপুর সদর মডেল থানার পরির্দশক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিশাদের মৃত্যু হয়েছে। তার লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ভুলুয়া বাংলাদেশ/এএইচ