মানব পাচারকারীর ২ সদস্য গ্রেফতার ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০ মাদারীপুর সংবাদদাতা: লিবিয়ায় মানবপাচারকারী চক্রের আরো দুই সদস্যকে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী র্যাব গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত পাচারকারী চক্রের সদস্য হচ্ছেন- মাদারীপুর রাজৈর উপজেলা আড়াইপাড়ার হানিফ বয়াতি ও তার ছেলে নাসির বয়াতি। সোমবার (১৫ জুন রাজশাহী থেকে এই মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। এখন পর্যন্ত নারী দালালসহ মানব পাচারকারী চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৮। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার রাজপাড়া উপজেলা তেরখাদিয়া গ্রাম থেকে বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা লিবিয়ায় মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। উল্লেখ্য; গত ২৮ মে দিনগত রাতে লিবিয়ার মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে গুলি করে হত্যা করে পাচারকারীরা। ওই ঘটনায় মাদারীপুরের ১১ জন নিহত ও চারজন আহত হন। লিবিয়ার সে হত্যাকাণ্ডে মাদারীপুরের বিভিন্ন থানায় পাঁচটি মামলা করে নিহতদের পরিবারবর্গ। এসব মামলায় এখন পর্যন্ত নারী দালালসহ মোট ১০ জন পাচারকারীকে র্যাব ও পুলিশ গ্রেফতার করেছে। ভুলুয়া বাংলাদেশ/এমএএইচ পোস্টটি দেখা হয়েছে- ১৪৪ শেয়ার করুন অপরাধ শেয়ার করুন