মারা গেছেন বিলবো ব্যাগিনস ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২০ ব্রিটিশ চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা স্যার ইয়ান হোম মারা গেছেন। ‘দ্য লর্ড অব দ্য রিংস’ চলচ্চিত্র সিরিজের চারটি ছবিতে ‘বিলবো ব্যাগিনস’ চরিত্রে অভিনয় করে সাড়া জাগান তিনি। শুক্রবার (১৯ জুন) ৮৮ বছর বয়সে তিনি মারা যান। দ্য গার্ডিয়ান পত্রিকা প্রতিবেদনে বলছে, স্যার ইয়ানের এজেন্ট আজ এক বার্তায় ইয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। তিনি পার্কিনসনস রোগে ভুগছিলেন বলে জানা গেছে। ১৯৩১ সালের ১২ সেপ্টেম্বর ব্রিটেনে জন্ম নেওয়া এই অভিনেতা জনপ্রিয় বা তথাকথিত ‘নায়ক’ ছিলেন না। আজীবন ছিলেন চরিত্রাভিনেতা। তাই তো বেঁচে থাকতে লস অ্যাঞ্জেলেস টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি দুবার একই চরিত্রে অভিনয় করি না। কারণ, আমি তথাকথিত সিনেমা তারকা নই। তাই দর্শকেরাও আমাকে একই চরিত্রে দেখতে চায় না। ভুলুয়াবিডি/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ২৩৮ শেয়ার করুন বিনোদন শেয়ার করুন